মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা থামাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতরাত দশটার দিকে মেহেরপুর শহরের নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভায় তিনি ওই আহ্বান জানান। সম্প্রতি চীন সফরের বিষয় নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীনের সঞ্চালায় বক্তব্যে এমপি আরো বলেন, চীন বাংলাদেশের এক বড় উন্নয়ন অংশীদার। সফরকালে চীনের উন্নয়ন, উন্নয়ন পরিকল্পনা ও আমাদের দেশের উন্নয়ন অন্তরায়সহ বিভিন্ন বিষয় নিয়ে চীনের সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথে মতবিনিময় করা হয়। আগামীতে চীনের একটি প্রতিনিধি দলও আমাদের দেশের উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে সফরের কথা রয়েছে।
চীন মিতব্যয়ী ও পরিশ্রমী মানুষের বসবাস উল্লেখ করে তিনি বলেন, তারা কাজ ছাড়া কিছুই বোঝেন না। এজন্য তারা এতো উন্নত। তাদের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে এদেশে বাস্তবায়ন করা হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে উল্লেখ করে ফরহাদ হোসেন দোদুল আরো বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিরাজ করলেও আমাদের দেশে তার ভিন্ন চিত্র। প্রতি বছরই মানুষের গড় আয় ও জিডিপি বৃদ্ধি পাচ্ছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পায়রা গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেলসহ যুগান্তকারী উন্নয়ন কাজ চলছে। এছাড়া দেশে প্রথম চার লেনের সড়ক চালুর মধ্যদিয়ে যোগাযোগ ব্যবস্থায় এক অভাবনীয় সুবিধা সৃষ্টি হয়েছে। প্রতি বছরই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে বিদ্যুত। নির্মাণ হচ্ছে কয়েকটি বড় আকারের বিদ্যুত উৎপাদন কেন্দ্র। দেশ আজ নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তের কাতারে শামিলের পথে। এর সবকিছু সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সঠিক উন্নয়ন পরিকল্পনার কারণে।
জাপানি, ইটালি ও হিন্দু নাগরিকদের খুন করে বিভিন্ন দেশকে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র করছে এক শ্রেণির ষড়যন্ত্রকারীরা। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। দেশ থেকে জঙ্গিবাদ সমূলে উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে জেলা আওয়ামী লীগের এই সভাপতি আরো বলেন, যারা ইসলামের লেবাস পরে জঙ্গি কর্মকাণ্ড করছে তারা শান্তির ধর্ম ইসলামকে বিতর্কিত করছে। এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইএসসহ জঙ্গিবাদকে মদদ দিচ্ছে ইহুদিরা ও ইসরাইল। তাই নিজ নিজ সন্তানদের প্রতি খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি পরামর্শ দেন তিনি।
এই মুহূর্তে জেলায় ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, চলতি বছরের মধ্যে রেললাইন নির্মাণের কাজ শুরু হবে। এছাড়াও জেলাবাসীর সহযোগিতা থাকলে তাদের চাহিদামতো সকল উন্নয়ন কাজ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।