আইফেল টাউয়ারে ফ্রান্স সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ

 

মাথাভাঙ্গা মনিটর: ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা স্বপ্ন ভেঙে যাওয়ার পর বিক্ষোভ শুরু করেন ফ্রান্সের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ জনকে গ্রেফতার করে দেশটির পুলিশ। গত রোববার রাতে ইউরোর ফাইনালে পর্তুগালের মুখোমুখি হয় স্বাগতিক ফ্রান্স।

প্রিয় দলের খেলা বড় পর্দায় দেখার জন আইফেল টাউয়ারের নিচে জড়ো হয় হাজারো মানুষ। কিন্তু ফ্রান্স হেরে যাওয়ার পর তা মেনে নিতে পারেননি সমর্থকরা। স্বপ্নভঙ্গের বেদনায় বিক্ষোভে নেমে পড়েন তারা। এ বিক্ষোভ থামাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সশস্ত্র পুলিশ মোতয়েন করা হয়। ছোড়া হয় কাঁদুনে গ্যাস। ফ্রান্স কর্তৃপক্ষ জানায় আইফেল টাউয়ারের পাশে প্রায় ৮০ হাজার নিরাপদ ফ্যানজোন আছে যেখান থেকে সবাই খেলা দেখতে পারে। কিন্তু এদিন মানুষ এতো বেশি হয়েছিলো যে নিয়ন্ত্রণ করা কঠিন হয়।

ঘটনায় থাকা এক ‍পুলিশ কর্মকর্তা জানান, অনেক মানুষ আসতে চাইছিলো। কিন্তু সেটা সম্ভব না। তাদেরেকে থামাতে আমরা কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হই। তাদের কেউ কেউ আগুনও জ্বালাচ্ছিলো। এজন্য আমাদের পদক্ষেপ নেয়া ছাড়া কিছু করার ছিলোনা।’ এর আগে বৃহস্পতিবার জার্মানির বিপক্ষে ফ্রান্সের খেলার দিনও এমন ঘটনা ঘটে। আইএস হামলা করছে এমন গুজবে ছোটাছুটি করতে থাকে সবাই।

Leave a comment