মাথাভাঙ্গা মনিটর: সন্ত্রাস ও সহিংস উগ্রবাদ দমনে বাংলাদেশকে বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে বাংলাদেশের মনোভাবও ইতিবাচক। তবে কার্যপ্রণালী নিয়ে ভাবা হচ্ছে। গত ১ জুলাই ভয়াবহতম গুলশান হত্যার প্রেক্ষাপটে জরুরিভিত্তিতে ঢাকা সফরে আসা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল গতকাল রোববার বাংলাদেশ সরকারকে এই প্রস্তাব দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গতকাল রোববার সরকারের সাথে আলোচনায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সাথে সাক্ষাত করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপাক্ষিক আলোচনা শেষে মার্কিন দূতাবাস এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, সন্ত্রাস দমনে বাংলাদেশের সক্ষমতা তৈরিতে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব দেন নিশা দেশাই। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের যে বৈশ্বিক হুমকি মোকাবেলা করতে হচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা অব্যাহত থাকবে।
পররাষ্ট্র সচিব শহীদুল হক পরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, নিশা দেশাই বিভিন্ন পর্যায়ে সন্ত্রাস দমনে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দেন। এগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। সন্ত্রাস দমনে প্রশিক্ষণ, সক্ষমতা তৈরি, কৌশল প্রণয়ন রয়েছে মার্কিন প্রস্তাবে। বাংলাদেশ সরকার এসব প্রস্তাবে ইতিবাচক অবস্থানে রয়েছে। সহায়তার প্রস্তাবগুলো কার্যকর করার প্রক্রিয়া নিয়ে ভাবা হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। বিদেশি বিশেষজ্ঞ টিম বিভিন্ন সময়ে সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনে বাংলাদেশের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেছে। এই সমস্যাটি মোকাবেলায় সহযোগিতা আরো গভীর হচ্ছে।
নিশা দেশাই রোববার সকালে দু দিনের সফরে ঢাকা আসেন। আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবেন। নিশা দেশাই এর সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপসহকারী মন্ত্রী মনজিত সিং আনন্দ ও মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ঢাকা সফর করছেন।