জীবননগর ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহসভাপতি কাজী সাদরুল উলা বাবু জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে ঈদোত্তর সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল রোববার ছাত্রলীগের এ নেতা হুইপের চুয়াডাঙ্গাস্থ বাসভাবনে গিয়ে তার সাথে সাক্ষাত করে কুশলাদি বিনিময়সহ দলীয় ও এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন।
জীবননগর উপজেলার কৃতীসন্তান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিক কাজী বদরুদ্দোজার ছেলে কাজী সাদরুল উলা বাবু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হওয়ার পর গতকাল তিনি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে সাক্ষাত করেন। এ সময় জীবননগর পৌর ছাত্রলীগ সভাপতি শরীফ উদ্দিন, প্রভাষক কাজি ধ্রুব, কাজী জুবায়ের, পৌর ছাত্রলীগ নেতা সোহেল রানা, নাঈম, রকিম, আওয়াল, নাজমুল, মানিক, বিপ্লব, আন্দুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামসুজ্জোহা, সীমান্ত ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, শাহিন, তুহিন ও উথলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মনির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি জীবননগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজার সাথে সাক্ষাত করেন।