ঝিনাইদহে দেড় মাস ধরে মুয়াজ্জিন নিখোঁজ

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহে দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন উপশহর পাড়ার জামে মসজিদের মুয়াজ্জিন সোহেল রানা (২৭)। তিনি শহরের বড় কামারকুণ্ডু গ্রামের নুরুল ইসলামের ছেলে। সোহেল রানার সহোদর মাসুদুর রহমান বলেন, তার ভাই শহরের পাবলিক হেলথ জামে মসজিদের মুয়াজ্জিন ছিলো। গত ৩ জুন শুক্রবার দুপুরের পর থেকে তাকে আর মসজিদে পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনরা এ ব্যাপারে গত ৪ জুন ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। সোহেল রানা প্রায় দুই বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছিলেন এবং মসজিদেই থাকতেন। তিনি জানান, তার ভাইয়ের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। পরিবার পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাকে অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, সোহেল রানা নামে কোনো ব্যক্তি তাদের নিকট আটক নেই।

Leave a comment