আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে নবাগত ছাত্র-ছাত্রীদের আগমন উপলক্ষে মিছিল ও আলোচনাসভা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে নবাগত ছাত্র-ছাত্রীদের আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  রোববার ১০ জুলাই সকাল ১০টায় ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায়  ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভ্পাতি আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল। ডিগ্রি কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ-আল-হোসাইন বাদশার পরিচালনায় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক হাসানুজ্জামান, যুবলীগ নেতা পাপন, আরিফ, সোহাগ, কলেজ ছাত্রলীগ নেতা  ইছানুর কবীর, রকি, টিটন, অটাল,সাকিব, কাজল, সজীব, চঞ্চল, শাহীন, সজীব, রোহান, সজীব, সেলিম, শুভ, তপু, আসিফ। পরে আলমডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের উপস্থিতিতে নবাগত ছাত্রছাত্রীদের হাতে ফুল ও ক্লাস রুটিন তুলে দেন।

 

Leave a comment