রাওনিচের স্বপ্ন গুঁড়িয়ে উইম্বলডন মারের

লড়াকু টেনিস উপহার দিলেও মিলোস রাওনিচের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন এ যাত্রায় পূরণ হলো না। দাপুটে জয়ে রাওনিচের স্বপ্ন গুঁড়িয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের উচ্ছ্বাসে ভেসেছেন অ্যান্ডি মারে। লন্ডনে রোববারের পুরুষ এককের জমজমাট ফাইনালে কানাডার রাওনিচকে ৬-৪, ৭-৬ ৭-৬ গেমে হারিয়েছেন স্কটল্যান্ডের মারে।

২০১৩ সালে উইম্বলডন ও ২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেনের পর তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেলেন পুরুষ এককে র‌্যাংকিংয়ের দ্বিতীয় মারে। রজার ফেদেরারকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠায় রাওনিচকে নিয়ে কানাডার টেনিসপ্রেমীদের প্রত্যাশার পারদ উচুঁতেই ছিল। তবে চেনা আঙিনায় খেলতে নামা মারে ৬-৪ গেমে প্রথম সেট জিতে লক্ষ্যের পথে এগিয়ে যান এক ধাপ।

দ্বিতীয় সেট লড়াই জমিয়ে তোলেন ষষ্ঠ বাছাই হিসেবে উইম্বলডন শুরু করা রাওনিচ। তবে টাইব্রেকারে হেরে যাওয়ার ২-০ সেটে পিছিয়ে পড়েন তিনি। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতার আশাও কঠিন হয়ে যায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা এই খেলোয়াড়ের।

তৃতীয় সেটের খেলাও গড়িয়েছিল টাইব্রেকারে; সেখানে ৭-৬ গেমের জয় নিয়ে শিরোপা উৎসবে মাতেন দ্বিতীয় বাছাই হিসেবে উইম্বলডনের এবারের আসর শুরু করা মারে।

Leave a comment