বিকেএসপিতে চান্স পেলো চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ৪ ক্ষুদে ক্রিকেটার

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ৪ ক্ষুদে ক্রিকেটার চান্স পাওয়ার গৌরব অর্জন করেছে। এরা হলো আলমডাঙ্গার রওনোক চৌধুরী, দামুড়হুদার আশিক ইকবাল, আরাফাত উদ্দিন রিফাত, চুয়াডাঙ্গার ওসামা আল-দোদায়েফ সিফাত ও  নাজিবুদ্দৌলা রাতুল। গত ২ জুন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গার ৩ শতাধিক ক্ষুদে ক্রিকেটারদের ব্যাসিক পরীক্ষা গ্রহণ করেন। সম্প্রতি ঘোষিত ফলাফলে  নির্বাচিত এ সকল ক্রিকেটারগণ প্রাথমিকভাবে ১ মাসের ক্যাম্পিঙের সুযোগ পাবে। পরবর্তীতে ২ মাসের ও ৪ মাসের ক্যাম্পিঙে যোগ্যতার স্বাক্ষর রাখলে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির সুযোগ পাবে। গত ৮ জুলাই ক্রিটোরদের অবিভভাবকদের ব্যক্তিগত মোবাইলের মাধ্যমে চান্স পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিকেএসপি কর্তৃপক্ষ। এদিকে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির নিয়মিত ক্রিকেটারগণ বিকেএসপিতে চান্স পাওয়ায় ক্রিকেট একাডেমির পরিচালক কাম কোচ সাংবাদিক ইসলাম রকিব ও একাডেমির কর্মকর্তারা ক্রিকেটারদের ধন্যবাদ জানিয়েছেন।