পবিত্র ঈদুল ফিতর উদযাপন

 

স্টাফ রিপোর্টার: আগেই বলা ছিলো, বৃষ্টির কারণে ঈদগায়ে যদি নামাজ আদায়ের পরিবেশ না থাকে তাহলে জমায়াত হবে মসজিদে। কোথাও সকাল হতে না হতেই বৃষ্টি, ফলে নামাজ হলো মসজিদে। আর যেখানে নামাজের মধ্যেই ঝরেছে বারিধারা, সেখানে অধিকাংশকেই ভিজতে হয়েছে। হবে না? বর্ষায় যখন ঈদ তখন বৃষ্টির ছোঁয়া ছাড়া কি ঈদ উযাপন করা যায়? চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশেই ঈদের দিন বৃহস্পতিবার সকালে বিকেলে বৃষ্টি হয়েছে। আমাদের মেহেপুর, গাংনী, আলমডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা, জীবননগর, কোটচাঁদপুর, কালীগঞ্জ, মহেশপুর, হরিণাকুণ্ড, দৌলতপুর থেকে প্রতিনিধিরা বৃষ্টি বিঘ্নিতছাড়া মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগম্ভির্য্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের খবর জানিয়েছেন। এবার পবিত্র ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার থেকে অফিস আদালতের কার্যক্রম শুরু হচ্ছে। লম্বা ছূটি পাওয়ায় বেশ ঈদ আর বর্ষা অনেকেই উপভোগ করেছেন। জনপ্রতিনিধিদের ঈদের নামাজ আদায়ের পর নিজ নিজ এলাকার জনগণের সাথে কুশল বিনিময় করতে দেখা গেছে। অনেক নেতাকেও ঈদের দিনটিকে গণসংযোগের সুর্বণ সুযোগ হিসেবে দেখে কাজে লাগিয়েছেন।