ঝিনাইদ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বিষখালী বাজারে দুর্বৃত্তদের বোমা হামলায় ইউপি সদস্যসহ দুই ব্যক্তি আহত হয়েছেন। এ সময় অল্পের জন্য রক্ষা পান স্থানীয় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম। ঈদের একদিন আগে মঙ্গলবার সন্ধায় এ ঘটনা ঘটে।
প্রথম অবস্থায় তাকে খুজে পাওয়া যাচ্ছিলো না। পরে পুলিশ চেয়ারম্যান খুরশিদ আলমকে অক্ষত অবস্থায় খুজে পায়। আহতরা হলেন, মহারাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি মেম্বার আতিকুর রহমান ও কেশবপুর গ্রামের আনিচুর রহমান। আহত দুইব্যক্তি বিএনপির কর্মী বলে জানা গেছে। প্রত্যাক্ষদর্শী বিল্লাল হোসেন জানান, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলমসহ অন্যান্যরা মঙ্গলবার সন্ধ্যায় বিষখালী বাজারের মসজিদে মাগরিবের নামাজ পড়ে সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত ঘটনাস্থলে পৌঁছে পরপর ৩টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বোমার আঘাতে ইউপি মেম্বার আতিকুর রহমান ও কেশবপুর গ্রামের আনিচুর রহমান আহত হন। এ সময় অল্পের জন্য রক্ষা পান স্থানীয় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।