মেহেরপুর অফিস: গতকাল সোমবার বেলা ৩টার দিকে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে সড়ক দুর্ঘনায় নিহত ও আহত যুবলীগ কর্মীদের পরিবারে আর্থসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়েছে। চলতি বছরের ১৭ মার্চ সড়ক দুর্ঘটনায় মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের নিহত ও আহতদের পরিবারে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের মাঝে শাড়ি-লুঙ্গি ও জামা-কাপড় বিতরণ করেন জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্মআহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মেজবাহ উদ্দিন, মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুব রহমান ডালিম, শহিদুজ্জামান সুইট, সাইদুর রহমান উজ্জ্বল, মালেক হোসেন মোহন, সোহেল, সারাফাত উদ্দিন, জেলা তরুণলীগের সহসভাপতি হাসান, সদর থানা তরুণলীগের সাধারণ সম্পাদক জিয়ারুল, মফিজুল ইসলাম, বায়েজিদ আহম্মেদ সুইট প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জেলা যুবলীগের আয়োজনে ওই দিন বেলা ৫টায় শহরে আনন্দ মিছিল শেষে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রাম থেকে আসা বেশকিছু যুবলীগ নেতাকর্মী আলগামনযোগে গ্রামে ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে মুজিবনগর থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি পিকনিকের বাসের সাথে তাদের আলগামনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মেহেরপুর জেনারেল হাসপাতালে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ যুবলীগ কর্মী মারা যান। আহত হন আরো অনেকে।