চড়া মূল্যে চিনি বিক্রির দায়ে জীবননগরে ৮ মুদি দোকানির জেল-জরিমানা

SAMSUNG CAMERA PICTURES

 

 

জীবননগর ব্যুরো: প্যাকেটের গায়ে দেয়া নির্ধারিত মূল্য উপেক্ষা করে অতিরিক্ত দামে চিনি বিক্রির দায়ে মুদি ব্যবসায়ীদের জেল-জরিমানা প্রদান

করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার ইউএনও নুরুল হাফিজ অতিরিক্ত দামে পন্য বিক্রির দায়ে বাজারের ৮ মুদি দোকান ব্যবসায়ীকে ৫৯ হাজার টাকা জরিমানা ও দণ্ডাদেশ প্রদান করেন। সকল ব্যবসায়ী জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে প্রদান করে নিজেদেরকে দণ্ডাদেশ থেকে মুক্ত করেন। ঈদকে সামনে রেখে বেশি মুনাফার আশায় মুদি ব্যাবসায়ীরা বাজারে চিনির দাম ৫৫ টাকা কেজির স্থলে ৬৫ টাকা দরে বিক্রি করছে। অতিরিক্ত দামে চিনি বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪০ ধারা অনুযায়ী বাজারের গাজী স্টোরের স্বত্ত্বাধিকারী আবুল কাশেমকে ২০ হাজার টাকা, নাজিম স্টোরের স্বত্বাধিকারী নাজিম মোল্লাকে ১০ হাজার টাকা, মোল্লা স্টোরের স্বত্বাধিকারী ইব্রাহীম মোল্লাকে ৫ হাজার টাকা, রনি স্টোরের স্বত্বাধিকারী রনি আহম্মেদকে ২ হাজার টাকা, বিশ্বাস স্টোরের স্বত্বাধিকারী মতিয়ার রহমানকে ৬ হাজার টাকা, আজিজ স্টোরের স্বত্বাধিকারী আজিজুর রহমানকে ৫ হাজার টাকা ও শাহিন স্টোরের স্বত্বাধিকারী শাহিন হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সকলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান এবং তাজুল স্টোরের স্বত্বাধিকারী নাজমুল হককে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করে।