চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য-পুষ্টি বিষয়ক প্রশিক্ষণে ব্যাপক অনিয়মের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাউল হকের বিরুদ্ধে স্বাস্থ্য, পুষ্টি বিষয়ক প্রশিক্ষণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশিক্ষণার্থীদের প্রাপ্য থেকে বঞ্চিত করে অর্থ আত্মসাত করা হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা প.প কর্মকর্তার তত্ত্বাবধানে ৬ ধাপে স্বাস্থ্য-পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের অর্থ বরাদ্দ আসে। গত ৫ জুন থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে ২২ জুন ৩ ধাপের প্রশিক্ষণ শেষ হয়। ৩ ধাপে ৭০ জনের প্রশিক্ষণ প্রদান করা হয়। সরকারি বাজেট অনুযায়ী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাথাপিচু স্টেশনারি বাবদ ৬শ টাকা ও খাবার বাবদ ৪শ টাকা প্রদান করার কথা থাকলেও স্টেশনারি বাবদ খরচ করা হয়েছে ৬৫ টাকা ও খাবার বাবদ ১৩৫ টাকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৫০ প্যাকেট খাবারে ৬৬ হাজার ২৫০ টাকা ও স্টেশনারি বাবদ ৩৭ হাজার ৫৫০ টাকাসহ মোট ১ লাখ ৩ হাজার ৮শ টাকা  আত্মসাৎ করেন ডা. মেজবাউল হক।

অভিযোগকারীরা বলেছেন, অভিযোগের প্রেক্ষিতে বাকি ৩ ধাপের প্রশিক্ষণ বন্ধ হয়ে যায়। এদিকে অভিযোগের সত্যতা জানতে ডা. মেজবাউল হকের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগীরা চুয়াডাঙ্গা সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সাথে স্বাস্থ্য, পুষ্টি বিষয়ক প্রশিক্ষণে টাকা লোপাটকৃত অর্থ ফেরতের দাবি জানান।

Leave a comment