গাংনীর মহাম্মাদপুরে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মহাম্মাদপুর গ্রাম আওয়ামী লীগের উদ্যোগে গতকাল রোববার বিকেলে স্থানীয় হাসপাতাল বাজারে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন প্রয়াত নুরুল হকের ছেলে ডা. এএসএম নাজমুল হক সাগর। অতিথি ছিলেন মহিলা এমপি সেলিনা আক্তার বানু। তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে বিধায় সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। ধর্মীয় এই সম্প্রতি জঙ্গিবাদ, উগ্রবাদ রুখে দেবে। যারা ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই তাদের সেই আশা কোনদিনও পূরণ হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যাবে। উন্নয়নে বিশ্বের মধ্যে এক মর্যাদাপূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। তাই চলমান উন্নয়ন ধারা অব্যহত রাখতে অপশক্তির বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর প্যানেল মেয়র যুবলীগ নেতা নবীর উদ্দীন, মটমুড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হাসেম, মটমুড়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা সোহেল আহম্মেদ, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সবুক্তগীন মাহমুদ পলাশ, বামুন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, রাইপুর ইউপি আ.লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ, কাজিপুর ইউপি আ.লীগ সভাপতি আবু নাতেক, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ পাভেজ, ষোলটাকা ইউপি আ.লীগ সভাপতি আব্দুল মান্নান, কাথুলী ইউপি আ.লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ নেতৃবৃন্দ।

 

Leave a comment