স্টাফ রিপোর্টার: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ভাবনায় থাকা ভবিষ্যত ওয়ানডে লিগ পদ্ধতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির মতে নতুন এ পদ্ধতি ওয়ানডে ক্রিকেটে ভিন্ন মাত্রা যোগ করবে। পাশাপাশি টাইগারদের নিয়মিত টেস্ট খেলার প্রয়োজনীয়তার কথাও তুলেন ধরেন ওয়ানডে অধিনায়ক। একই সাথে মাশরাফি নিজের টেস্ট খেলার কথাও জানান।
বর্তমান সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তার স্রোতে, ওয়ানডে ক্রিকেটের আকর্ষণ যাতে না হারিয়ে যায়। তাই ৫০ ওভারের ক্রিকেটের আসর আয়োজনে বড় একটা পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ২০১৯ সাল থেকে ১৩টি দেশকে নিয়ে ওয়ানডে লিগ পদ্ধতি আয়োজনের কথা ভাবছে আইসিসি। যেখানে প্রতিটি দল তিন বছরে ৩৬টি ওয়ানডে খেলবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। আর প্রতিযোগিতা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ১০ দলকে নিয়ে আয়োজন হবে বিশ্বকাপ। যা এক রকম বাছাই পর্বও বটে। আইসিসি’র এমন ভাবনাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তিনি বলেন, ৫০টির বেশি ওয়ানডে খেলা যাবে, সুতরাং এটা একটা ভালো চিন্তা। এ নিয়ম হলে আমাদের খেলোয়াড়রা অনেক উপকৃত হবে। তারা বিশ্বক্রিকেটে নিজেদের যোগ্য প্রমাণ করার ভালো সুযোগ পাবে। তবে আইসিসির ভাবনায় থাকা দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট নীতির ব্যাপারে কোনো মন্তব্য করেননি মাশরাফি। তিনি বলেন, টেস্ট ক্রিকেটে আমরা তেমন সুযোগ পাচ্ছি না। যদি সুযোগ পেতাম, এখন আমাদের ভালো খেলোয়াড় আছে তাদের টেস্ট ক্রিকেটে ভালো করার সুযোগ আছে। যেমন তামিম কয়েকদিন আগে ডাবল সেঞ্চুরি করলো, ইমরুল দেড়শ রান করলো। এখন দলের অবস্থা ভালো। খেলার সুযোগ না থাকলে তো নিজেদের তুলে ধরারও সুযোগ পাবে না। আমরা টেস্ট ক্রিকেটে ভালো করবো সেই সুযোগ তো আমাদের পেতে হবে। ওয়ানডের পাশাপাশি টেস্টেও যদি একটু ভালো সুযোগ পাওয়া যায় তাহলে টেস্টেও ভালো করবেন বলে তার বিশ্বাস।