আলমডাঙ্গা থানা পুলিশ রংপুরে সন্ত্রাসবিরোধি অভিযান : সন্দেহভাজন ২ ডাকাতসহ আটক ৩ : অস্ত্র উদ্ধার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পাঁচকমলাপুর থেকে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিত্বে রংপুর গ্রামের ইকরামুলের বাড়ি থেকে একটি দেশি তির সুটারগান উদ্ধার করে পুলিশ। গত শুক্রবার রাতে আলমডাঙ্গা থানার ওসি মো. আকরাম হোসেনের নেতৃত্বে এসআই আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য খোকন, জসিম ও  মদনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের বজলু শেখের ছেলে খোকন (৩০), ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের আবুল কাশেমের ছেলে মদন (২৫) ও হাবিবুর রহমানের ছেলে জসিমকে (৩০) আটক করে। পরে খোকনের স্বীকারোক্তি মোতাবেক রংপুর গ্রামের মৃত রফজেল আলীর ছেলে ইকরামুলের ঘরে অভিযান চালিয়ে  কীটনাশকের পরিত্যক্ত কার্টুনের ভেতর থেকে দেশি তৈরি ওয়ান স্যুটার পিস্তল উদ্ধার করে। সে সময় একরামুল বাড়িতে অনুপস্থিত ছিলেন। গতকালই গ্রেফতারকৃত মদন ও জসিমকে ডাকাতি মামলায় ও  খোকনকে অস্ত্র মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Leave a comment