আগামী পিএসএল ফাইনাল পাকিস্তানে!

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরের ফাইনাল নিজ মাঠে আয়োজনের আশা করছে পাকিস্তান। এক কর্মকর্তা বলেন, ক্রিকেট কর্তৃপক্ষ আন্তর্জাতিক খেলোয়াড়দের শঙ্কা দূর করতে পারলে নিজস্ব টি-২০ লিগের ফাইনালটি পাকিস্তানের মাটিতে আয়োজনের আশা করছি।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর গত বছর নিচের সারির দল জিম্বাবুয়ের বিপক্ষে কয়েকটি সিমিত ওভারের ম্যাচ ছাড়া নিজ মাঠে আন্তর্জাতিক কোন ম্যাচ আয়োজন করতে পারেনি পাকিস্তান। ওই হামলার পর থেকে নিজেদের হোম সিরিজগুলো সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়োজন করে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। এমনকি এ বছরের ফেব্রুয়ারিতে পিএসএল’র উদ্বোধনী আসরও মধ্যপ্রাচ্যে আয়োজন করতে বাধ্য হয় তারা। পিএসএল চেয়ারম্যান নাজাম শেঠি বলেন পিএসএল ফাইনাল লাহোরে আয়োজন করতে সব কিছু করা হবে। লাহোরে এক বৈঠক সভাপতিত্বের পর শেঠি বলেন, পিএসএল’র দ্বিতীয় আসরের ফাইনাল পাকিস্তানের মাটিতে আয়োজনে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। টুর্নামেন্টের উদ্বোধনী আসরে মোট পাঁচটি দল অংশ নেয়। যেখানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো এবং ড্যারেন সামি এবং অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন ও ইংল্যান্ডের কেভিন পিটারসেনের মতো তারকা ক্রিকেটাররা অংশ নেন। কিন্তু তারা সকলেই পাকিস্তান সফরে অস্বীকৃতি জানায়। সুতরাং আগামী বছরের ফাইনাল ম্যাচ পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হলে সন্ত্রাসে জর্জরিত দেশটিতে আসার বিষয়ে বিদেশি খেলোয়াড়দের সীমাবদ্ধতা থাকতে পারে। শেঠি বলেন, উদ্বোধনী আসরের সফলতা ছিলো উৎসাহব্যঞ্জক। তিনি বলেন, গত বছরের পিএসএল’র সাফল্যে আমরা আনন্দিত এবং দ্বিতীয় আসরের কাজের জন্য আমরা এখন দারুন উত্তেজিত। প্রতিশ্রুতি দিচ্ছি- ভক্তদের আনন্দের জন্য আমরা সব কিছু করবো।