বিদ্যুতস্পৃষ্টে প্রাণ গেলো মাসহ দুই শিশুর
স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের কালীগঞ্জের উত্তর দলগ্রামে গতকাল শনিবার সকালে পিডিবির ঝোলানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক বাকপ্রতিবন্ধী মাসহ তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। তারা হলেন- উত্তর দলগ্রামের ভ্যানচালক আবদুল গফুরের বাকপ্রতিবন্ধী স্ত্রী পারুল আক্তার (৩৪), তার দুই সন্তান রানা মিয়া (১০) ও ঋতু মণি (৩)। এ ব্যাপারে নিহত গৃহবধূর স্বামী আবদুল গফুর বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে কালীগঞ্জ থানায় একই গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে গোলাম মোস্তফা ওরফে বাবলু মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন। কালীগঞ্জ থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উত্তর দলগ্রামের গোলাম মোস্তফা ওরফে বাবলু মিয়ার বাড়ি ও সেচ কাজের জন্য বাঁশের খুঁটিতে লাগানো বৈদ্যুতিক তার কয়েক দিন আগে ঝুলে পড়ে ঘটনাস্থলের নিচু জমির পানির সংস্পর্শে আসে। কিন্তু বাবলু মিয়া ওই বৈদ্যুতিক তার পুনরায় বাঁশের খুঁটিতে তুলে দেননি। এ অবস্থায় গতকাল শনিবার বেলা ১১টার দিকে পানি জমে থাকা ওই নিচু জমিতে রানা মিয়া তার বন্ধু সোহেলসহ মাছ ধরতে যায়। পানির সংস্পর্শে আসা মাত্রই রানা মিয়া বিদ্যুতস্পৃষ্ট হয়। এ অবস্থা দেখে সোহেল দ্রুত রানার মা পারুল আক্তারকে ঘটনাটি জানালে তিনি ছোট মেয়ে ঋতু মণিকে কোলে নিয়ে রানাকে উদ্ধারের জন্য পানিতে নামা মাত্রই তারাও বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ঘটনাটি কালীগঞ্জ বিদ্যুত উন্নয়ন বোর্ডকে মোবাইলফোনে জানালে ওই এলাকার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরে এলাকাবাসী লাশ উদ্ধার করে। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই
স্টাফ রিপোর্টার: রাজধানীর প্রেসক্লাবের সামনে গাড়ির গাড়ি থামিয়ে এক ব্যক্তিকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই করেছে। এতে মো. লোকমান মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি ডেমরার আল হিজার টেক্সটাইল মিলের সুপারভাইজার বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় লোকমান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। টেক্সটাইল মিলের মালিক রাজীব ও তার ভাই শাকিল জানান, চকবাজারের চ্যাম্পিয়ন শাটার নামে নিজস্ব পাইকারি দোকান থেকে টাকা নিয়ে ডেমরার উদ্দেশে যেতে ছিলেন লোকমান। তিনি প্রেসক্লাবের সামনে আসার পর তিনটি মোটরসাইকেল যোগে সাত-আটজন যুবক গাড়ির গতিরোধের পর লোকমানকে গুলি করে। এরপর টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই কাওসার আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঢামেক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তিনি হাসপাতাল থেকে আসার পর তথ্য জানানো হবে।
আসামি ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ : অস্ত্র ছিনতাই
স্টাফ রিপোর্টার: বন্দর ডকইয়ার্ডে সন্ত্রামী হামলা মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের এক ইন্সপেক্টরকে মারধর করে তার পিস্তল ছিনিয়ে নিয়েছে। গতকাল শনিবার ভোরে এ অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার আবুল কালাম বাসুর মালিকানাধীন বন্দর ডকইয়ার্ডে চাঁদার দাবিতে হামলা করে সন্ত্রাসীরা। এ সময় আবুল কালাম বাসুসহ মোস্তফা ও হোসেন নামে তিনজনকে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার সময় মাসুম নামে (৯) এক শিশু গুলিবিদ্ধ হয়। এর পরিপ্রেক্ষিতে বন্দর ডকইয়ার্ডে পাহারা বসায় পুলিশ। গতকাল শনিবার ভোরে সেখানে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় পুলিশকে মারধর করে বন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই অখিলের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নেয় মাসুদ নামে এক সন্ত্রাসী। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবুল কালাম জানান, বন্দর ডকইয়ার্ডে হামলার ঘটনায় মামলা হলে পুলিশ ভোরে আসামি ধরতে যায়। এ সময় আসামিরা হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়।
ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে স্কুলশিক্ষকের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার: পারিবারিক অশান্তি ও ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিষপানে আত্মহত্যা করেছেন এক স্কুলশিক্ষক। গতকাল শনিবার নিজ বাড়িতে বিষপান করেন বানাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হেলিম (৪৫)। তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বেলা ৩টার দিকে তিনি মারা যান। জানা গেছে, পারিবারিক অশান্তি ও ঋণ পরিশোধ করতে না পারায় ওই শিক্ষক আত্মহত্যা করেছেন।
মুম্বাইয়ে ওষুধের দোকানে আগুন : ৮ জনের মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: ভারতের মুম্বাইয়ে একটি ওষুধের দোকানে আগুন লেগে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশের মুখপাত্র অশোক দুদে জানান, গত বৃহস্পতিবার ভোরে শহরের আন্ধেরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, অগ্নিকাণ্ডের শিকার সবাই ওষুধের দোকান যে ভবনটিতে ছিলো সেই ভবনের দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। আগুন লাগার ফলে তারা সেখানে আটকা পড়েন। কীভাবে আগুন লেগেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। সম্প্রতি বছরগুলোর মাঝে এটাই মুম্বাইয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের সাম্প্রতিকতম ঘটনা। গেলো বছরের অক্টোবরে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে সম্ভাব্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজনের মৃত্যু হয়। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী। জুনে মুম্বাইয়ের একটি বহুতল ভবনে আগুন লেগে সাতজনের মৃত্যু হয়। এর একমাস আগে মে মাসে অপর একটি ভবনে আগুন নিভাতে গিয়ে চারজন দমকলকর্মী মারা যান।
উত্তরাখণ্ডে ভূমিধসে ২৯ জনের মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: ভারতের উত্তরাখণ্ডে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমি ধসে ২৯ জনের মৃত্যু হয়েছে। সেখানে আরো ১৫ জন নিখোঁজ রয়েছে। পিথোরাগড় জেলায় শুক্রবার রাতে ভূমিধসে ছয়টি বাড়ি চাপা পড়ে। এতে তিন শিশুসহ ১১ জন প্রাণ হারান। তিন বছর আগে সেখানে মারাত্মক বন্যায় প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছিলো। গতকাল শনিবার ভোরে চামোলি জেলায় সৃষ্ট আকস্মিক বন্যার পানির তোড়ে চারজন ভেসে যান। হরিদ্বারে গঙ্গা নদীর পানি বিপদসীমার দু মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। সেখানে মাত্র দুই ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। একটি বার্তা সংস্থা জানায়, প্রবল বৃষ্টিতে অধিকাংশ পাহাড়ি নদী প্লাবিত হয়ে ভূমিধস ঘটায়। দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার কাজ চালানোর জন্য জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) চারটি দলসহ সেনাবাহিনী ও সীমান্ত রক্ষীদের ডাকা হয়েছে।
চীনে বাস খাদে পড়ে নিহত ২৬
মাথাভাঙ্গা মনিটর: চীনের উত্তরাঞ্চলে একটি বাস খাদে পড়ে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। গতকাল শনিবার বন্দর শহর তিয়নাজিয়ানের কর্মকর্তারা জানিয়েছেন, বাসটির একটি টায়ার বিস্ফোরিত হয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। চীনের সরকারি বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বাসের চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের শনিবার সকালে হাসপাতালে পাঠানো হয়েছে। তিয়ানজিয়ান-জিজিয়ান রুটের বাসটি বাওদি সেকশনে বাসটির চাকা বিস্ফোরিত হলে সেটি খাদে পড়ে যায়।
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তিন দেশে ১১৬ বেসামরিক নিহত
মাথাভাঙ্গা মনিটর: বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযানে সাত বছরে পাকিস্তান, ইয়েমেন ও সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১১৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার এক নির্বাহী আদেশে এ সংখ্যাটি প্রকাশ করা হয়। প্রকাশিত নিহত বেসামরিকের এ সংখ্যাটি টার্গেট কিলিং ও চালকবিহীন বিমানের (ড্রোন) ব্যবহার নিয়ে বিতর্ক নতুন করে উসকে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ওবামার মেয়াদকালের ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৫-র ডিসেম্বর পর্যন্ত নিহতের এ সংখ্যা মানবাধিকার গোষ্ঠীগুলোর হিসাবকৃত সংখ্যা থেকে অনেক কম বলে জানিয়েছে। অপরদিকে সংখ্যাটি যুক্তরাষ্ট্রের স্বীকার করা নিহত বেসামরিকের সংখ্যা থেকে অনেক বেশি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে এসব অভিযান পরিচালনা করেছে দেশটির সামরিক বাহিনী ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। তাদের কার্যক্রমের সচ্ছতা তুলে ধরতেই সংখ্যাটি প্রকাশ করেছে ওবামা প্রশাসন। ওই তিনটি দেশে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় নিহত বেসামরিকের সংখ্যার হিসাব রেখে আসছে এমন মানবাধিকার গোষ্ঠীগুলো প্রকাশিত এ সংখ্যায় অসন্তোষ প্রকাশ করেছে। সেন্টার ফর সিভিলিয়ান ইন কনফ্লিক্টর নির্বাহী পরিচালক ফেদেরিকো বোরেলো বলেছেন, হোয়াইট হাউসের প্রকাশিত প্রতিবেদনে প্রকৃত সংখ্যাটি মোটেও প্রকাশ পায়নি, এতে অসন্তুষ্ট আমরা। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থাকে জানান, পাকিস্তান, ইয়েমেন ও সোমালিয়ায় চালানো ৪৭৩টি বিমান হামলার তথ্য প্রকাশ করেছে ওবামা প্রশাসন।