ঢাকায় রেস্টুরেন্টে সন্ত্রাসি হামলার ঘটনায় দর্শনা সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায়

 

দর্শনা অফিস: ঢাকায় স্প্যানিশ রেস্টুরেন্টে সন্ত্রাসি হামলা ঘটনায় দামুড়হুদার দর্শনাসহ আশপাশ সীমান্তের প্রায় ১২০ কিলোমিটার জুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিজিবি সূত্র জানায়, সীমান্তের উভয় দিকে যেকোন সন্ত্রাসি হামলা প্রতিরোধে বিজিবি-বিএসএফ সতর্ক অবস্থায় থেকে টহল জোরদার করা হয়েছে। দর্শনা আন্তর্জাতিক স্থল পথে পাসপোর্ট যাত্রীদেরকে ব্যাগেজ তল্লাশিসহ বাড়ানো হয়েছে নজরদারি। বিজিবির পাশাপাশি কাষ্টমস ইমিগ্রেশন উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে যাত্রীদের তল্লাশি জোরদার করেছে। দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই শেখ মাহাবুবুর রহমান বলেছেন, রেস্টুরেন্টে সন্ত্রাসি হামলায় স্থলপথে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সংখ্যা অনেকাংশে হ্রাস পেয়েছে। এ দিকে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনের যাত্রীদের সার্বিক নিরাপত্তায় স্টেশনে বিজিবি টহলের পাশাপাশি শাদা পোশাকের পুলিশ টহল ও নজরদাড়ি জোর দার করা হয়েছে বলে স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী জানিয়েছেন। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এর বিজিবি পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ আমীর মজিদ জানান, ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসি হামলা ঘটনায় সীমান্তে বিজিবি চৌকিগুলোতে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।।