ডাক্তার নার্স ছাড়াই চলছে যথারীতি হাটবোয়ালিয়ার দুই প্রাইভেট হাসপাতাল : দেখার কেউ নেই

 

স্টাফ রিপোর্টার: ডাক্তার নার্স ছাড়াই চলছে যথারীতি আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার দুই প্রাইভেট হাসপাতাল। দেখভাল কিংবা নজরদারির কেউ নেই।

এলাকাবাসীর অভিযোগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়াতে ২টি প্রাইভেট হাসপাতাল জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। হাটবোয়ালিয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ক্লিনিক ও অন্যটি নিউ জনসেবা ক্লিনিক। এলাকাবাসী অভিযোগ করেছেন- এ দুটি ক্লিনিকের একটিতেও নিয়মানুযায়ী পাস করা নার্স কিংবা ডাক্তার নেই। কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই এ দুটি ক্লিনিক মালিক দেদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে। শর্ত মোতাবেক প্রতিটি ক্লিনিকে ৬ জন ডিপ্লোমা নার্স ও ৩ জন সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও এ দুটি ক্লিনিকে একটিও ডিপ্লোমা নার্স কিংবা সার্বক্ষণিক ডাক্তার নেই। এ দুটির একটি ক্লিনিকের মালিক পূর্বে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ওয়ার্ডবয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওয়ার্ডবয়রাই এখন ক্লিনিক চালান। মাঝে মধ্যে ডাক পেয়ে ছুটে আসেন বিভিন্ন ডিপ্লোমা ডাক্তার।

এলাকার অনেকে জানিয়েছেন, প্রায় ২ বছর আগে নিউ জনসেবা ক্লিনিক ছিলো এখন যেটা হাটবোয়ালিয়া প্রাইভেট হাসপাতালের স্থলে। সে সময় জনসেবা ক্লিনিকে অপারেশন করতেন জীবননগরের ডাক্তার আলী নামের এক ব্যক্তি। ক্লিনিক মালিক তাকে বিখ্যাত সার্জন পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করতেন। একদিন হঠাত ওই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে অপারেশনের টেবিল থেকে ডাক্তার ছুটে পালান। পুলিশ তাড়িয়ে ধরে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো। ক্লিনিকটিও বন্ধ করে দেয়া হয়েছিলো।

বর্তমানে চিকিৎসা সেবা প্রদানের নামে নার্স ও এমবিবিএস ডাক্তারবিহীন এ ক্লিনিক দুটি কীভাবে চলছে তার খবর সংশ্লিষ্ট মহল রাখেন কি? এ প্রশ্ন এলাকার সচেতন মহলের।