স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের মা ক্লিনিকের অংশীদার আজগার আলীর বিরুদ্ধে থানায় নালিশ করা হয়েছে। সিভিল সার্জনের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মো. আওলিয়ার রহমান গতকাল লিখিত নালিশ করেন।
অভিযোগত্রে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ছিলেন ডা. আওলিয়ার রহমান। সেখানে আসেন মা ক্লিনিকের আজগার আলী। একজন রোগীর পায়ে প্লাস্টার কেন করা হয়নি প্রশ্ন তুলে। চিকিৎসক বলেন, রোগীর এক্স-রে দেখে মনে হয়নি কোথাও ভেঙেছে। আর যদি এক্স-রে করতেই হয় তাহলে বিশেষজ্ঞ দিয়ে এক্স-রে রিপোর্ট করিয়ে আনতে হবে। এ কথায় ক্ষিপ্ত হয়ে ডা. আওলিয়ার রহমানকে লাঞ্ছিত করেন।
গতকাল এ বিষয়ে সিভিল সার্জনের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানায় জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সূত্র বলেছে, পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে চিকিৎসকেরা কর্মসূচি দিতে পারেন।