সড়ক দুর্ঘটনায় আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সভাপতি আবু তালেব নিহত

 

আলমডাঙ্গা ব্যুরো: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি আবু তালেব (৫৮)। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে পোড়াদহ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড় ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের ধাক্কা লাগলে তিনি রক্তাক্ত জখম হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়ার সনো সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে তন্দ্রাচ্ছন্নতা অথবা স্ট্রোকে আক্রান্ত হলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। ঈদোৎসবের মাত্র কয়েক দিন পূর্বে আকস্মিক এ মৃত্যু গোটা পরিবার ও আত্মীয়-স্বজনদের শোক সাগরে ভাসিয়েছেন।

জানা গেছে, আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের মৃত মকিম শেখের ছেলে আবু তালেব (৫৬) দীর্ঘদিন আলমডাঙ্গা শহরের মিয়াপাড়ায় সপরিবারে বসবাস করে আসছিলেন। গতকাল শুক্রবার সেহরির পর নামাজ পড়েই ভোরেই তিনি মোটরসাইকেলযোগে পোড়াদহ যান দোকানের কাপড় কিনতে। সকাল ৯টার দিকে ফিরে আসার পথে আলমডাঙ্গার শ্রীরামপুর গ্রাম বরাবর পৌঁছুলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এতে হাঁটুতে ও হাতে ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়ার সনো সেন্টার অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে- কুষ্টিয়া নেয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।

বেলা পৌনে ১১টার দিকে মরহুমের লাশ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে বাদ আসর আলমডাঙ্গা দারুস সালাম ময়দানে লাশ দাফন করা হয়।  আবু তালেব আলমডাঙ্গা বণিক সমিতির বর্তমান কমিটির অব্যবহিত পূর্ব কমিটির সভাপতি ছিলেন। এছাড়া তিনি আলমডাঙ্গা হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সহসভাপতি ছিলেন। তিনি আলমডাঙ্গা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২ ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। গতকাল তার আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে নিকট আত্মীয় পরিজনেরা শোকে ভেঙে পড়েন। স্ত্রী ও সন্তানসহ নিকট পরিজনের বুকফাটা আর্তনাদে এলাকার বাতাস ভারী হয়ে উঠে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। এদিকে তার মৃত্যুর সংবাদ পেয়ে মুহূর্তেই ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন মহলের মানুষ ছুটে যান মরহুমের বাড়িতে।

জানাজায় উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, সাবেক পৌর মেয়র বিএনপি নেতা মীর মহিউদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, জেলা জাসদের আহ্বায়ক বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, জেলা জাকের পার্টির সভাপতি মাইওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা খান, সম্পাদক মজিবর রহমান, আলমডাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি মতিয়ার রহমান, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সম্পাদক আমিরুল ইসলাম ঘেটু প্রমুখ। তারা সকলেই মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Leave a comment