মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর (তাড়ান্দাপাড়া) গ্রাম থেকে ইউনুচ আলী মালিথা (৪৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করেছে একদল সন্ত্রাসী। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ওই ঘটনা ঘটেছে। অপহৃত ভূষিমাল ব্যবসায়ী ইউনুচ আলী ওই গ্রামের আব্দুস ছাত্তার ওরফে সার্থক আলীর ৩ ছেলের মধ্যে ছোট ছেলে। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত ১০ লাখ টাকা মুক্তিপণ পেতে সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাচাতো ভাই ফরজ আলীর বাড়ি থেকে ইফতার শেষে ইউনুচ আলী গ্রামের মসজিদে মাগরিবের নামাজে যান। নামাজ শেষে গ্রামের বাজারে বসে চা খেয়ে বাড়ির দিকে রওনা দেন তিনি। পথে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ৭/৮ জনের অস্ত্রধারী একদল সন্ত্রাসী তাকে তুলে নিয়ে পার্শ্ববর্তী খালের ধার দিয়ে মাঠের মধ্যে চলে যায়। প্রায় আধাঘণ্টা পরে একটি বিকট শব্দ তাদের কানে ভেসে আসে।
মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন- খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ফোর্স পাঠান এবং নিজেও ঘটনাস্থলে যান। রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সোনাপুর গ্রামে অবস্থান করছিলেন। তিনি জানান- মুক্তিপণের দাবিতে সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছে। তিনি মনে করেন দামুড়হুদা এলাকার চাঁদাবাজরা তাকে অপহরণ করে থাকতে পারে।
এদিকে শেষ সংবাদ পাওয়া পর্যন্ত পিরোজপুর আইসি ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল জানান- রাত ৯টার দিকে অপহরণকারীরা একটি মোবাইলফোন থেকে অপহৃত ইউনুচ আলীকে গ্রামে তার এক ব্যবসায়ী পার্টনার আনারুলের সাথে কথা বলায়। এ থেকে ১০ লাখ টাকা চাঁদা মুক্তিপণ হিসেবে উঠে দাবি করা হয়েছে বলে জানা যায়। তিনি আরো জানান- পরে তিনি কথা বলতে চাইলে সন্ত্রাসীরা মোবাইলফোনটি বন্ধ করে দেয়।
শেষ মূহুর্তে তার ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তবে ইউনুচ আলীর নিরাপদ প্রত্যাবর্তনের আশায় রাত সাড়ে ১২টায় সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, পিরোজপুর আইসি ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউলসহ পুলিশে একটি টিম সোনাপুর গ্রামে অবস্থান করছিলো।