স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে জিডি হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহেশপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম রবিউল ইসলাম এই জিডি করেন।
পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম রবিউল ইসলাম জানান, বুধবার ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান তার দপ্তরে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে গালিগালাজ করে ও মারধর করার চেষ্টা করে। এ ঘটনায় তিনি থানায় একটি জিডি লিখে পাঠিয়েছেন। আমিনুর রহমান মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এদিকে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে জিডি করা ও ডিজিএম ঘুষ দাবি করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ। মিছিল শেষে এক সমাবেশে ঘুষখোর ডিজিএমকে অপসারণের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দ্রুত ডিজিএমকে অপসারণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় মহেশপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান ও মীর সুলতানুজ্জামান লিটনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান চাঁদাবাজির অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখান করে বলেন, মহেশপুর পল্লী বিদ্যুত সমিতিতে ৩০ জন ইলেকট্রিশিয়ানের মধ্যে মিটার প্রতি ৫ হাজার টাকা ঘুষ নেয়া হয়। এ ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে ডিজিএম আমাকে চাঁদাবাজ হিসেবে জিডি করেছেন।
তিনি আরো জানান, একটি মিটার নিতে ৬২০ টাকা খরচ হয়, অথচ গ্রামের হতদরিদ্র মানুষের কাছ থেকে ৫ হাজার টাকা নেয়া হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, জনগণের পক্ষে কথা বলা কি আমার অন্যায়? বিষয়টি ছাত্রলীগের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য নবী নেওয়াজ, স্থানীয় ইউএনও এবং ওসিকে জানানো হয়েছে বলে ছাত্রলীগ সভাপতি জানান।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, মহেশপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম রবিউল ইসলাম তার কাছে চাঁদা দাবি করার বিষয়ে একটি জিডি লিখে পাঠিয়েছে। তবে তদন্ত করে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি। ওসি বলেন, জিডি করে ডিজিএম সাহেব অ্যাকশান নিতে নিষেধ করেছেন। ফলে বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।