স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজে সিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে। গত সোমবার স্থানীয়রা এ কাজ বন্ধ করে বলে ভবনে কর্মরত শ্রমিকরা জানান।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের নতুন ভবন নির্মাণের কাজ ৯৭ লাখ টাকা ব্যয়ে গত ৫/৬ মাস আগে ৫ শতক জমির ওপর শুরু হয়েছে। কাজে দায়িত্ব পেয়েছে ঝিনাইদহের মেসার্স গুনগুন এন্টারপ্রাইজ। এই কাজ দেখাশোনার দায়িত্বে আছে ঢাকার কনসালটোন্সি ফার্ম শহিদুল অ্যাসোসিয়েটস লিমিটেড। গতকাল বৃহস্পতিবার ভবনের ছাদ ঢালাই দেয়ার কথা থাকলেও গত সোমবার কাজে অনয়িমের অভিযোগ তুলে স্থানীয়রা বন্ধ করে দেন। সরেজমিন দেখা গেছে ছাদের কিছু অংশ রড দেয়া হয়েছে। যেখানে রড ৬ ফিট পর পর দেয়ার কথা সেখানে ১২ ফিট পর পর রড দেয়া হয়েছে। রড দেয়ার বিষয়ে গুনগুন এন্টারপ্রাইজের ম্যানেজার আবু জাফর বলেন, আমার শুধুমাত্র শ্রকিকদের দেখাশোনার দায়িত্ব। আর কাজ বন্ধ থাকার বিষয়টি বলেন ঠিকাদার বন্ধ করে রাখতে বলেছেন তাই রেখেছি। ঢাকার কনসালটোন্সি ফার্ম শহিদুল অ্যাসোসিয়েটস লিমিটেডের উপসহকারী প্রকৌশলী শাহাজাহন কাজ বন্ধ করার বিষয়টি স্বীকার করে বলেন, অভিন্ন কথা বলেছি। আর রড দেয়া এখনও শেষ হয়নি শেষ হলে সিডিউল অনুযায়ীই কাজ হবে। তাছাড়া আমাদের এখানে কাজে অনিয়মের কোনো সুযোগ নেই কার মাঝে কাজে একুট অনিয়ম হয়েছিলো এই কারণে প্রায় ২/৩ মাস বন্ধ ছিলো আর এই মাসখানেক হলো কাজ আবার শুর করেছি।