দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৮ কেজি ভারতীয় রুপাসহ নাসির উদ্দিন (৪৫) নামের এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি। জব্দ করা হয়েছে চোরাচালানি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। সে উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের বুদু মালিথার ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক গোলাম সরোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে লোকনাথপুর গ্রামের পাকারাস্তার ওপর থেকে তাকে ভারতীয় ৮ কেজি রুপাসহ আটক করে। পরে তার বিরুদ্ধে মামলাসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়। আটককৃত রুপা থানায় এবং জব্দকৃত মোটরসাইকেলটি কাস্টমস অফিসে জমা করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।