ট্রেনের সিডিউল বিপর্যয় ঠেকাতে বাড়তি পদক্ষেপ

 

জহির রায়হান সোহাগ: আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে খুলনা থেকে ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) কর্তৃপক্ষ। ঈদের আগে ও পরে বেশি যাত্রী বহনের জন্য আগেভাগেই প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ১৫ দিন ট্রেন চলাচলে যেন কোনো সিডিউল বিপর্যয় না ঘটে সে ব্যাপারেও সব ধরনের অগ্রিম সতর্কতা নেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে ষ্টেশন সূত্রে জানা গেছে, যাত্রী দুর্ভোগ কমাতে পবিত্র ঈদুল ফিতরের আগের ৩ দিন এবং দ্বিতীয় দিন থেকে পরের ৭ দিন পর্যন্ত খুলনা থেকে ঢাকা রুটে ঈদ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আজ শুক্রবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের কোনো সাপ্তাহিক বন্ধ থাকবে না। ঈদের আগের দিন শুধু ৭২৫ আপ সুন্দরবন ট্রেনটি বন্ধ থাকবে। ঈদের দিন কোনো ট্রেন না চললেও পরের দিন থেকে সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে। ঈদের পরের দিন যে ট্রেনগুলো চলবে তা হলো- ৭২৫ আপ সুন্দরবন, ৭৪৭/৭৪৮ সীমান্ত, ৭৬১/৭৬২ সাগরদাঁড়িসহ সকল মেইল ও লোকাল ট্রেন।

এ বিষয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন সাদাত জানান, মূলত ঈদে যাত্রীদের অসহনীয় দুর্ভোগ কমাতে ঈদের পূর্বের ৩ দিন এবং পরের দিন থেকে ৭ দিন পর্যন্ত খুলনা থেকে ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। প্রত্যেকেই যেন তাদের স্বজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষ্যে ইতোমধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। তবে সাধারণ যাত্রীরা জানিয়েছেন অন্তত ঈদের পর ৭ দিন ঢাকা-খুলনা রুটে চলাচলকারি ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকা কোনোভাবেই মেনে নেয়া যায় না । এতে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি প্রতিবারের মতো এবারও বাড়বে ।

Leave a comment