স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড় থেকে ৭২ পুরিয়া গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ হুচুকপাড়ার মনির হোসেনকে আটক করে। আটককৃত মনির হোসেনকে উদ্ধারকৃত মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হুচুকপাড়ার নুরুল ইসলামের ছেলে মনির হোসেন দীর্ঘদিন ধরে গাঁজাব্যবসা করে আসছিলো। গতকাল শুক্রবার গোয়েন্দা পুলিশের ওসি এএইচএম কামরুজ্জামান খাঁনের নেতৃত্বে ভালাইপুর মোড়ে অভিযান চালানো হয়। এ সময় মনির হোসেনের দেহ তল্লাশি করে ৭২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে মনির হোসেনকে আটক করে মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়।