গাংনীর বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা আর নেই

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী শহরের বিশিষ্ট পল্লিচিকিৎসক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা আর নেই। গতকাল বৃহস্পতিবার সকালে গাংনী থানাপাড়াস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। তার মৃত্যুতে এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। কিছুদিন আগে হার্ট অ্যার্টাকও হয়েছিলো তার। বিকেলে গাংনী সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদরাসায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কফিনে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হন। সেখানে গার্ড অব অনার ও নামাজে জানাজ অনুষ্ঠিত হয়। স্বাধীনতার এই অকুতোভয় বীরের গার্ড অব অনারে রাষ্ট্রের পক্ষে অভিভাদন গ্রহণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Leave a comment