জীবননগর ব্যুরো: পবিত্র মাহে রমজানে ঈদের দীর্ঘ ছুটিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জীবননগর উপজেলাকে নিরাপত্তার চাঁদরে ঢেকে দেবে পুলিশ। পুলিশের একাধিক টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে। ঈদে আনন্দে উদ্বেলিত হয়ে পটকা ফাঁটানো, তরুণ ও যুবকদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনো এবং মাদকাশক্ত হয়ে মাতলামির বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ভারত হতে অবৈধ পথে ফেনসিডিল ও মাদকদ্রব্যের চালান না আসে সেদিকে খেয়াল রাখবে বর্ডার গার্ড বিজিবি। গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সমন্বয়সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সকালে ইউএনও সভাকক্ষে জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলাবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। সীমান্তে চোরাচালান নির্মুল ও ঈদে উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম ছাত্তার, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান সুরুদ্দিন ও আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক প্রমুখ। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখার ও সীমান্ত চোরাচালান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, বিজিবির গয়েশপুর কোম্পানি কমান্ডার সুবেদার মর্তুজা আলম ও নায়েক সুবেদার আব্দুল মাবুদ। এছাড়াও ঈদে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে বক্তব্য রাখেন হাসপাতালে ইউএইচএফপিও ডা. রফিকুল ইসলাম।