অর্ধশত টিয়াপাখি অবমুক্ত করলো দর্শনা হল্টস্টেশন জিআরপি পুলিশ

 

দর্শনা অফিস: ‘বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ এ কথা ভেবেই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় ৫০টি টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে। পাখি শিকারি একটি চক্র গতকাল বৃস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাখির চালান নিয়ে ট্রেনে ওঠার সময় দর্শনা হল্টস্টেশন জিআরপি ফাঁড়ির এএসআই ফজলুর রহমানকে দেখে শিকারিচক্র পালিয়ে যায়। উদ্ধার করা হয় টিয়া পাখি ভর্তি একটি খাচা। দুপুর দুটোর দিকে ফাঁড়ির ইনচার্জ এসআই মামুন, পৌর কাউন্সিলর হাসান খালেকুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিতের উপস্থিতিতে খাচায় আটকে থাকায় টিয়া পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।

 

Leave a comment