মেহেরপুরের ৮ পরিবার ও ২ প্রতিষ্ঠানে আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপন

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় অতি দরিদ্র ৮ পরিবার ও ২টি প্রতিষ্ঠানের শত মানুষের আর্সেনিকমুক্ত পানির ব্যবস্থা করলো মানব উন্নয়ন কেন্দ্র (মউক)। গত ১৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের রাশিদা বেগমের বাড়ী, মদনাডাঙ্গার বিলকিচ খাতুনের বাড়ি ও নতুন মদনাডাঙ্গা বাজার, আমঝুপি বাজার ও আমঝুপি হাট চৌ-রাস্তার মোড়ে, হিজুলীর আজিজুল হক ও আব্দুল খালেকের বাড়ি, পিরোজপুর ইউনিয়নের বারাদী বাজারের একটি শিক্ষা প্রতিষ্ঠান তৃণমূল মডেল একাডেমি এবং মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের নাসির উদ্দীন ও সুমিতা খাতুনের বাড়ীসহ সর্বমোট ৮টি পরিবার ও ২টি প্রতিষ্ঠানের  মাঝে ১টি করে সেমি ডিপ-টিউবওয়েল স্থাপনসহ প্লাটফরম নির্মাণকাজ সম্পন্ন করেন। এ বিষয়ে মানব উন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম প্রতিষ্ঠানের হাতে নলকূপের মালিকানা ও সংরক্ষণের উপকরণ হস্তান্তর করে বলেন, মানুষের জন্য এই প্রজেক্টের মাধ্যমে আগামীতে আরো অতি দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে টিউবওয়েল স্থাপন করা হবে।