চট্টগ্রাম পুলিশের ৪ কর্মকর্তাসহ ১৩ জনকে বদলি
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চারজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে এ কথা জানা গেছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ইতিমধ্যে জারি করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাইনুল হাসানকে সিলেটে মহানগর পুলিশে একই পদে, উপপুলিশ কমিশনার সঞ্জয় কুমার কুণ্ডুকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে, উপপুলিশ কমিশনার মো. কামরুল আমীনকে বরিশাল মহানগর পুলিশে একই পদে ও মোকতার হোসেনকে ভোলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। বদলি হওয়া অন্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে সারোয়ার মোর্শেদ শামীমকে সিলেটের উপকমিশনার, এম এ মাসুদকে চট্টগ্রামের পুলিশ সুপার (কমান্ড্যান্ট), মো. মোখলেছুর রহমান, এস এম মোস্তাইন হোসেন ও মো. মারুফ হোসেনকে চট্টগ্রামের উপকমিশনার, আবু হেনা খন্দকার অহিদুল করিমকে খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার, নওরোজ হাসান তালুকদারকে ঢাকা পিবিআইয়ের পুলিশ সুপার, মো. আবুল বাশার তালুকদারকে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (চলতি দায়িত্বে), মো. আবুল খায়েরকে রাজশাহীর পুলিশ একাডেমির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
নার্স নিয়োগের মৌখিক পরীক্ষা ১১ জুলাই
স্টাফ রিপোর্টার: আগামী ১১ জুলাই থেকে শুরু হবে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) মঙ্গলবার মৌখিক পরীক্ষার সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হবে ১৯ জুলাই। ১৭ জুলাই ছাড়া প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা হবে। ১৭ জুলাই পরীক্ষা হবে সাড়ে ১০টায়। ১১, ১২, ১৩ ও ১৪ জুলাই ৪০০ জন করে প্রার্থীর এবং ১৭, ১৮ ও ১৯ জুলাই ১২০ জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদফতরের আওতায় বহুল আলোচিত সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল গত ৭ জুন প্রকাশ করা হয়। এতে ১১ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন। নার্স নিয়োগের লিখিত পরীক্ষা গত ৩ জুন অনুষ্ঠিত হয়েছিলো। দ্বিতীয় শ্রেণির এ পদের জন্য প্রার্থী সংখ্যা ছিলো ১৮ হাজার ৬৩ জন। গত ২৮ মার্চ তিন হাজার ৬১৬টি সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু পরীক্ষা ছাড়া ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতা বিবেচনা করে নিয়োগ দেয়ার দাবিতে আন্দোলনে নামেন নার্সরা।
চট্টগ্রামে বিপণি বিতানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড়ের বিপণি বিতান সেন্ট্রাল প্লাজায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। নিহত হাসান সেন্ট্রাল প্লাজার অনুপম স্টোর নামে একটি সুতার দোকানে কাজ করতেন। তার বাবার নাম আবদুল জব্বার। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ওই মার্কেটের চতুর্থ তলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত। দমকল বাহিনীর দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া জানান, আগ্রাবাদ ও চন্দনপুরার দুইটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
অস্ট্রেলিয়ায় চাকরিদাতাদের দ্বারা ধর্ষিত হচ্ছেন ভারতীয়রা
মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ায় অবৈধভাবে চাকরি করতে গিয়ে অনেক ভারতীয় নারী চাকরিদাতাদের ধর্ষণের শিকার হয়েছেন। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের এক রিপোর্টে বিষয়টি উঠে এসেছে। অবৈধভাবে অস্ট্রেলিয়ায় ভিসা প্রাপ্তদের অনেকেই চাকরিদাতাদের নিপীড়ন, কেউ কেউ ধর্ষণের শিকার হয়েছেন। তদন্ত রিপোর্টটি তৈরিতে সাহায্য করেছেন মেলবোর্নের একটি কলেজের ভারতীয় প্রভাষক যশভিন্দার সিধু। সিধু ফেসবুকে এমন প্রস্তাব পান যেখানে বলা হয় টাকার বিনিময়ে একজন অস্ট্রেলীয় নাগরিক ভারতীয়দের ভিসা করে দিতে পারবেন। তার পরিচিত অনেক প্রতিষ্ঠান আছে যেখানে সে ভারতীয়দের চাকরির ব্যবস্থা করতে পারবেন। প্রতিটি ভিসার জন্য একেকজন ভারতীয়কে ৫০ হাজার ডলার দিতে বলা হয়। মধ্যস্থতা করার জন্য ৫ হাজার ডলার সিধু পাবেন। অস্ট্রেলিয়ার সেই নাগরিকের সাথে সিধুর সামনাসামনি কথোপকথন গোপন ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হয়। সিধু বলেন, তিনি অন্তত ৪০ জনের সাথে সাক্ষাত করেছেন যারা অবৈধ ভিসার জন্য দালালদের টাকা দিয়েছেন।
বাগদাদে মসজিদে বোমা হামলায় নিহত ১৪ : আহত ৩০
মাথাভাঙ্গা মনিটর: পশ্চিম বাগদাদের আবু গারিব নামের একটি মসজিদে চালানো আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। ইরাকি বাহিনী ফালুজ্জার নিয়ন্ত্রণ নেয়ার পর বাগদাদে এটি প্রথম হামলা। এখনও পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও আইএস জঙ্গিরা এতে জড়িত বলে ধারণা করছে দেশটির স্থানীয় প্রশাসন। এদিকে এসোসিয়েট প্রেস জানায়, হামলাটি চালানো হয়েছে আবু গারিব নামের একটি সুন্নি মসজিদে। দেশটির সরকার এখন পর্যন্ত ১২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের হাসপাতালে নেয়ার পর সেখানে আরো দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। কিন্তু বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
হত্যা মামলার সাক্ষী টিয়াপাখি!
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি হত্যা মামলায় টিয়াপাখিতে সাক্ষী করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, পোষা এক আফ্রিকান বাদামি টিয়াপাখিকে সাক্ষী করার কথা ভাবছেন সরকারি আইনজীবী। সোমবার প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নিউওয়েগোর বাসিন্দা মার্টিন ডারহ্যাম হত্যার জন্য তার স্ত্রী গ্লেনা ডারহ্যামকে (৪৮) অভিযুক্ত করা হয়। ২০১৫ সালে সংঘটিত হত্যাকাণ্ডের সময় বাড নামে একটি টিয়াপাখি পুষতেন ওই দম্পতি। মার্টিনের স্বজনদের দাবি, বাডের সাক্ষ্য নিলে হত্যাকাণ্ড ঘটার সময় তাদের মধ্যকার কথাবার্তা সম্পর্কে জানা যাবে। টিয়াপাখিটি সে সময়কার উচ্চারিত বুলিগুলো অনবরত আওরাচ্ছে। টিয়াপাখিকে সাক্ষী করার বিষয়টি ভেবে দেখা প্রয়োজন বলে জানান নিউওয়েগো কাউন্টির সরকারি আইনজীবী বরার্ট স্প্রিংস্টেড। তিনি বলেন, টিয়াপাখির বুলি থেকে নেয়া তথ্য কতোটা নির্ভরযোগ্য হবে, তা ভেবে দেখা হচ্ছে। স্বামী মার্টিন ডারহ্যামকে পাঁচবার গুলি করেন গ্লেনা। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি।
ভারতের রাজধানী ঢাকা : প্রশ্নের উত্তর দিলো ছাত্ররা!
মাথাভাঙ্গা মনিটর: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আউশা প্রাথমিক স্কুলের সপ্তম শ্রেণির ক্লাসে গিয়ে জেলা প্রশাসক সৌমিত্র মোহন শিক্ষার্থীদের প্রশ্ন করেছিলেন, বলো তো, আমাদের দেশের নাম কী? উত্তর শুনে থ পরিদর্শকরা। বর্ধমানের কাশিয়ারা-রাইপুর হাইস্কুলের ওই ছাত্র সটান বলে দিলো, বাংলাদেশ! কয়েক জন ছাত্র জানালো, উত্তর জানা নেই। শিক্ষার্থীদের ‘আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল’ লিখে দেখাতে বলেন। কিছু পড়ুয়া ‘আই লিভ ইন’ পর্যন্ত পারলেও কেউ ‘ওয়েস্ট বেঙ্গল’ লিখে উঠতে পারেনি। পাশের হাইস্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বই দেখে ইংরেজি রিডিং পড়তে বলা হলে সে পারেনি। জেলা প্রশাসনের কর্তারা ক্লাসের শিক্ষককেই রিডিং পড়ে দেখিয়ে দিতে বলেন। তার উচ্চারণ শুনেও অবাক হলেন তারা। জেলার কাশিয়ারা-রাইপুর হাইস্কুল ও আউশা প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন জেলা প্রশাসক। আউশার স্কুলটিতে দেশের রাজধানী জানতে চাইলে এক পড়ুয়া জানায়, ঢাকা।
পুলিশকে কামড়ে ভাইরাল তরুণী
মাথাভাঙ্গা মনিটর: মদ্যপ অবস্থায় দুই ছেলেবন্ধুর সাথে গাড়ি চালাচ্ছিলেন ওই তরুণী। টাল সামলাতে না পেরে গাড়ি ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। সাথে সাথেই ঘটনাস্থলে আসেন কর্তব্যরত পুলিশ অফিসার। বেপরোয়াভাবে গাড়িচালানোর জন্য তরুণীকে গাড়ি থেকে নেমে আসতে বলা হলে প্রথমেই ওই তরুণী ওই অফিসারের দিকে থুতু ছেটান। এরপর পুলিশ জোর করে গাড়ির দরজা খোলার চেষ্টা করলে এএসআই’র হাত কামড়ে দিতে যান ওই তরুণী। পরে কোনো রকমে তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও ঘটলো আরেক নাটক। ঘটনাস্থল ভারতের মুম্বাইয়ের ওরলি পুলিশ স্টেশন। গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর প্রথমে শুরু হয় বচসা। তারপর হঠাৎ থানার অফিসারকে চড় মেরে বসেন ওই তরুণী। লাথি, ঘুষি কিছুই বাদ থাকে না। কম্পিউটার, ফোন ছুঁড়ে থানায় কার্যত তাণ্ডব চালান তিনি।