দর্শনা অফিস: দামুড়হুদা থানা পুলিশ দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আজমপুরের কাবিল খোড়াকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। কাবিলের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে দামুড়হুদা থানার এসআই সুব্রত বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের আজমপুর মাঠপাড়ায়। মাঠপাড়ার আতর আলীর ছেলে কাবিল খোড়ার ঘরে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করেছে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার করা হয়েছে কাবিল খোড়াকে। এসআই সুব্রত বিশ্বাস বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় কাবিল খোড়ার বিরুদ্ধে দায়ের করেছেন মামলা।