দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রফুল্ল কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও, আজিজুর রহমান। বিশেস অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল। উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, উপজেলা কৃষি অফিসার সুফি রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার নূর জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আইয়ূব আলী, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সেনেটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, ইপিআই টেনিশিয়ান শাহানারা পারভীন, ইফার মডেল কেয়ার টেকার আসাদুজ্জামান প্রমুখ। সভায় আগামী ১৬ জুলাই উপজেলার ১৭৮ কেন্দ্রে ৬-১১ বছর বয়সী ৩ হাজার ৬০১ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২৪ হাজার ১৭১ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান।