দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানিয়েছে। দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল খালেক, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, দর্শনা ফ্রেন্ডস ক্যাবল নেটওয়ার্কের পরিচালক মিজানুর রহমান, নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, বেগমপুর ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, যুগ্মসম্পাদক হাবিবুর রহমান কাজল, সাংবাদিক মাহফুজ উদ্দিন খান, শরীফ উদ্দিন, আজাদ হোসেন, বখতিয়ার হোসেন বকুল ও দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম। এছাড়া ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন, জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক, সেক্রেটারি রুহুল আমীন, জামায়াত নেতা অ্যাড. আসাদুজ্জামান, মাহবুবুর রহমান টুকু, গোলজার হোসেন ও আবু জার গিফারী।