টিপ্পনী

 

খবর:(উৎপাদন মূল্য কমলেও বিদ্যুতের দাম কমছে না)

একবার যদি বাড়ে দাম

আর নেই কমানোর নাম

এইভাবে সারা মাস যায়

ফলাফল সাধারণে খায়

 

যদি দাম একবার বাড়ে

সুযোগটা কেউ নাকি ছাড়ে

লুফে নেয় কৌশলে টাকা

আমাদের সরকার কাকা

 

দাম বাড়ে একবার যদি

একটানা চলে নিরবধি

খেসারত দিতে হয় কার

ক্ষুধার্ত জনজনতার

 

আহাদ আলী মোল্লা

Leave a comment