গাংনীর কয়েকটি সড়ক এখন মারণ ফাঁদ!

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কয়েকটি সড়ক এখন যেন মারণ ফাঁদে পরিণত হয়েছে। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া, বামন্দী, গাংনী থানা রোড, গাংনী-হাড়িয়াদহ সড়কসহ বেশ কয়েকটি সড়কে ইটভাটার মাটি বৃষ্টিতে ভিজে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। গতকাল মঙ্গলবার বিকেলে এক পশলা বৃষ্টিতে কয়েকটি স্থানে অনন্ত ৮টি সড়ক দুর্ঘনায় ঘটে। প্রতি বছরই এ ঘটনা ঘটলেও কোনো প্রতিকার না পেয়ে অসহায় হয়ে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা।

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া এলাকায় কয়েকটি ইটভাটায় মাটি পরিবহন করা হচ্ছে। অরক্ষিত ট্রাক্টর ট্রলিতে মাটি টানায় তা ছিটকে পড়ছে সড়কের ওপরে। এর প্রেক্ষিতে বৃষ্টি হলেও কর্দমাক্ত হয়ে পিচ্ছিল হয় সড়ক। এতে সড়কে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এর অবধারিত দুর্ঘটনার শিকার হচ্ছেন মোটরসাইকেল, ভ্যান, নছিমনসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকরা। মঙ্গলবার বিকেলে এক পশলা বৃষ্টিতে বিভিন্ন সড়কে কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে পোড়াপাড়ায় মোটরসাইকেলচালক চিৎলা গ্রামের শাহেদ হোসেন ও তার স্ত্রী এবং তিন বছর বয়সী শিশুকন্যা আহত হন। একই সময় আলমপুর গ্রামের নবীর উদ্দীন মোটরসাইকেল নিয়ে কাদার মধ্যে ছিটকে পড়েন। এছাড়াও বেশ কয়েকটি সড়কে কয়েকটি দুর্ঘটনার ঘটনায় আহত হন ৯ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হন ৩ জন।

এদিকে কাদাযুক্ত স্থানে অনেকেই মোটরসাইকেল ঠেলে পার করছেন। আবার জায়গা সম্পর্কে অবগত নন এমন মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন। তবে এর প্রতিকারের আশ্বস দিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার। দুয়েক দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটি পরিবহন বন্ধ ও এর সাথে জড়িতদের সাজা নিশ্চিত করার কথা জানালেন তিনি।

Leave a comment