সকাল ১০টায় শহীদ হাসান চত্বরে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: দৌলাতদিয়াড়ের গৃহবধূ খুশি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভার আয়োজন করেছে স্থানীয় যুবসমাজ। আজ বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হবে। প্রতিবাদ কর্মসূচিতে চুয়াডাঙ্গার সকল প্রতিবাদী জনতার সরব উপস্থিতি আহ্বান করেছে যুবসমাজের মুখপাত্র হাফিজুল ইসলাম লাল্টু।
চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার গৃহবধূ খুশি হত্যার বিচার দাবিতে কর্মসূচির আয়োজন করা হয়েছে। হত্যার বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদসভার আয়োজন করেছে স্থানীয় যুবসমাজ। জঘন্যতম এ হত্যাকাণ্ডে পুলিশে নীরব ভূমিকা, হত্যা মামলা না নেয়া এবং সদর থানার অফিসার ইনিচার্জের গাফিলতি ও রহস্যময় আচরণের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
যুবসমাজ এক বিবৃতিতে জানিয়েছে, দৌলাতদিয়াড়ের গৃহবধূ খুশি হত্যার জঘন্যতম ঘটনা ঘটে গত বৃহস্পতিবার রাতে। তারপর কয়েক দিন অতিবাহিত হলেও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বারবার হত্যামামলা দায়ের করতে গেলেও পুলিশ তা নেয়নি। খুশি হত্যার মতো জঘন্যতম বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি না হয় এ জন্য যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদসভায় উপস্থিত থেকে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদসভায়সভা থেকে গতরাত সাড়ে ৯টার দিকে দৌলাতদিয়াড় যুবসমাজের উদ্যোগে খুশি হত্যার বিচার চেয়ে আন্দোলনের সূচনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম লাল্টু।