খুনের হুমকিতে আলমডাঙ্গা খুদিয়াখালীর সিদ্ধেশ্বরীর গাঢাকা : গ্রামজুড়ে আতঙ্ক

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খুদিয়াখালীতে পিতা-পুত্রকে খুনের হুমকি দেয়ার ঘটনায় গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। গো পুজারী সিদ্ধেশ্বরী অধিকারী চিরকুট পাওয়ার পর গাঢাকা দিয়েছেন। চরম আতঙ্কে রয়েছে তার পরিবারের লোকজন। চিঠির ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ ও গ্রামবাসীর ধারণা আতঙ্ক ছড়ানোর জন্য স্থানীয় কোনো ব্যক্তি বা চক্র আইএসএর নাম ব্যবহার করে খুনের হুমকি দিয়ে থাকতে পারে। তবুও বিষয়টাকে খাটো করে দেখা হচ্ছে না বলে পুলিশের তরফ থেকে বলা হয়েছে। গতকাল মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ চিঠিসহ পলিথিন ও দু টাকার নোট উদ্বার করেছে।

গ্রামবাসী জানিয়েছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের স্বর্গীয় গুরুপদো অধিকারীর ছেলে গো পুজারী সিদ্ধেশ্বরকে জঙ্গি সংগঠন আইএসের নামে তার ছেলে হরেন কুমার অধিকারীকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে। গত শনিবার বেলা ১০টার দিকে হরেন কুমারের স্ত্রী বাড়ি সামনে একটি পলিথিনে মোড়া দু টাকা নোট দেখতে পেয়ে সেটি কুড়িয়ে তোলে। পলিথিনের গার্ডার খুলে একটি দু টাকার নোট, একটি শাদা কাগজের আর একটি কাগজে হাতে লেখা চিঠি দেখতে পাই। নিজে লেখাপাড়া না জানার কারণে বাড়ির পাশের প্রতিবেশীকে দিয়ে পড়িয়ে নেয়। চিঠিতে অসংখ্য ভুল বানানে লেখা ছিলো, এই সিদ্দি ভালো হয়ে যা। নই তো ভারতে পালা, তাহলে তোর জানে মেরে ফেলব, তোর বড় ছেলে আর তুই পালিয়ে যা। ৫ দিনের মধ্যে তোদের দুইজনকে এক সাথে বলি দেব। চিঠির শেষে ইংরেজি বর্ণমালায় বড় অক্ষরে লেখা আই এস। চিঠি পড়ার পর থেকে পুরো পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। সিদ্দেশ্বর গ্রাম থেকে অজ্ঞত স্থানে গাঢাকা দেয়। বিষয়টা গ্রামে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে গত সোমবার বিকেল ৪টার দিকে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরির্দশন ও আতঙ্কিত পরিবারের সাথে কথা বলেন। আতঙ্কগ্রস্ত না হয়ে স্বাভাবিক জীবনযাপনের আহ্বান জানান।

অপরদিকে গ্রামবাসী জানায়, গ্রামে মুসলিম-হিন্দু মিলিয়ে প্রায় ১৪শ লোকের বসবাস। মুসলিম-হিন্দু পরিবারগুলোর মধ্যে রয়েছে দারুন সম্প্রীতির বন্ধন। গ্রাম জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। গ্রামের দোকান গুলো সন্ধ্যার পর পরই বন্ধ করে দেয়া হচ্ছে। তবে গ্রামবাসী আরো জানায়, চিঠি পাওয়া পর সিদ্দেশ্বরীর পরিবারের লোকজন ঘটনাটি নিজেদের মধ্যে সিমাবদ্ধ রেখে ও গ্রামের কাউকে না জানিয়ে মুন্সিগঞ্জ বাজারের এক ব্যক্তির মাধ্যমে পুলিশেকে জানানো নিয়ে রহস্য ও নানা প্রশ্নের জট খুলছে না। এ নিয়ে গ্রামের মধ্যে যেমন আতঙ্ক বিরাজ করছে তেমনি রয়েছে রহস্য। এ নিয়ে আজ বুধবার সন্ধায় গ্রামে আলোচনাসভার আয়োজন করা হয়েছে বলে গ্রামসূত্রে জানা যায়। চিঠি দিয়ে হত্যার হুমকি দাতা যেই হোক না কেন তাদের চিহৃত করে আইনের আওতাই এনে দৃষ্টামূলক শাস্তির দাবি তুলেছে গ্রামবাসী।

গ্রাম সূত্র জানায়, সিদ্দেশ্বরীর ৩ ছেলের মধ্যে ২ ছেলে আলমডাঙ্গাতে থাকে। স্ত্রীসহ বড় ছেলে হরেন কুমার ও তার স্ত্রীকে নিয়ে সংসার। অতি দরিদ্র সিদ্দেশ্বর বাইসাইকেলযোগে গ্রামে গ্রামে কৃষকের গোয়াল ঘরে গরুর রোগ মুক্তির পূজা করে সংসার চালায়। গ্রামে কোনো মানুষের সাথে তাদের কোনো ঝামলা নেই।

Leave a comment