মাথাভাঙ্গা মনিটর: বিশ্ব ক্রীড়াঙ্গনে এখন একটাই আলোচনার বিষয়, লিওনেল মেসির অবসর। তাকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট পর্যন্ত। তবে এরই মাঝে এবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছেন লুইস সিগুরা। ২০১৪ সালের জুলাইয়ে হুলিও গ্রন্দনার মৃত্যুর পর থেকেই এএফএ প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন সিগুরা। সোমবার সংস্থাটির প্রধান কার্যালয়ে থাকা অবস্থায় ভবনে বোমা হুমকির পর নাকি সেখান থেকে চলে যান তিনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’র বরাত দিয়ে ‘গোল ডট কম’ জানায়, কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যেই পদত্যাগের চিঠি দিয়েছেন সিগুরা এবং ৩০ জুন মেয়াদ শেষ হওয়ার আগে তিনি আর ফিরবেন না। কোপা আমেরিকার ফাইনালে হারের পর মেসিসহ দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের অবসরের খবরে এমনিতেই স্বস্তিতে নেই এএফএ। তার ওপর সিগুরার পদত্যাগ একটি বড় ধাক্কাই বটে। তার জায়গায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন ড্যামিয়ান ডুপুইলিয়েট।