শিঙের আঘাতে দামুড়হুদা রঘুনাথপুরের কৃষক মিলু নিহত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পালিত গরুর শিঙের আঘাতে মিলু (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর মসজিদপাড়ার মৃত আবু জাফরের ছেলে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে পালিত গরু ডুগডুগি পশুহাটে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় কাদিপুর গাংপাড়াস্থ ইউসুফের বাড়ি অদুরে পৌঁছুলে এঁড়ে গরুটি তার যৌণাঙ্গস্থলে শিঙ দিয়ে গুতো দেয়। শিঙের আঘাতে তার যৌনাঙ্গস্থল থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রঘুনাথপুর মসজিদপাড়ার মৃত আবু জাফরের ছেলে মিল্টন হোসেন মিলু গতকাল সোমবার তার পালিত গরু বিক্রির উদ্দেশে ডুগডুগি পশুহাটে নিয়ে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে কাদিপুর গাংপাড়ার জনৈক ইউসুফের বাড়ির অদুরে পৌঁছুলে গরুটি তার ওপর চড়াও হয় এবং শিঙ দিয়ে তার যৌণাঙ্গস্থলে স্বজোরে আঘাত করে। শিঙের আঘাতে মিলু পিচরোডে আচড়ে পড়ে। এ সময় তার যৌণাঙ্গস্থল দিয়ে প্রচুর পরিমানে রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিলুর লাশ নিজ গ্রামে পৌঁছুলে এলাকায় নেমে আসে শোকের ছাঁয়া। স্ত্রী-স্বজনদের কাঁন্না আর আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। রাত ১০টার দিকে নিহতের লাশের জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এক ছেলে এবং এক মেয়ের জনক কৃষক মিলু ছিলেন ৪ ভাই ও ৪ বোনের মধ্যে সকলের ছোট। এদিকে কৃষক মিলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগর, হাউলী ইউপির সাবেক চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এমপির সহোদর আলী আহম্মদ সোনা, শহিদ লতিফ মিল্টনসহ প্রমুখ।