আলমডাঙ্গা ব্যুরো: ১৩ দিন পর অবশেষে গতকাল সোমবার আলমডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন আকরাম হোসেন। গত ১৪ জুন আলমডাঙ্গা থানার সাবেক অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমানকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড করে নেয়ার পর আকরাম হোসেন তার স্থলাভিষিক্ত হলেন। ইতঃপূর্বে তিনি মেহেরপুর জেলার গাংনী থানা অফিসার ইনচার্জ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। গতকাল দায়িত্বভার গ্রহণকালে তিনি উপজেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে সকল মহলের সহযোগিতা কামনা করেন।