প্রতিপক্ষের আত্মঘাতী গোলে শেষ আটে ওয়েলস

মাথাভাঙ্গা মনিটর: ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মেতেছিলো যুক্তরাজ্যের অন্তর্গত দুটি দল ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড। আর সেই লড়াইয়ে নর্দার্ন আয়ারল্যান্ডের আত্মঘাতী গোলে শেষ আটে নিজেদের অবস্থান নিশ্চিত করলো গ্যারেথ বেলের ওয়েলস। ৫৮ বছর পর প্রথম বড় কোনো আসরে খেলতে আসা ওয়েলসের সঙ্গে তীব্র প্রতিযোগীতায় নামে প্রথমবারের মত ইউরো খেলতে আসা নর্দার্ন আয়ারল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য তাদের সহায় হলো না। ফ্রান্সের রাজধানী প্যারিসে মঙ্গলবার প্রথমার্ধের অধিকাংশ সময় বল ওয়েলসের দখলে থাকলেও মাঝ মাঠে তাদের খেলায় ছন্দের অভাব ছিলো। ফলে এ সময়ে তেমন কোনো আক্রমণই করতে পারেনি দলটি। উনবিংশ মিনিটে অ্যারন ৱ্যামজি বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল মেলেনি। ২২তম মিনিটে দূরপাল্লার শটে ওয়েলসের গোলরক্ষককে পরীক্ষায় ফেলেন ফরোয়ার্ড জেমি ওয়ার্ড; লাফিয়ে এক হাত দিয়ে কর্নারের বিনিময়ে সেটা ঠেকান ওয়েন হেনেসি।

Leave a comment