কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নে চন্দ্রবাসে আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সবুজ সংঘ ক্লাব ১-০ গোলে লায়ন্স ক্লাবকে পরাজিত করেছে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলায় লায়ন্স ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে সবুজ সঙ্ঘ ক্লাব। দলের পক্ষে একমাত্র গোলটি দেলোয়ার করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলাটি পরিচালনা করেন রমজান মাস্টার, আরিফ ও রানা।