দামুড়হুদার কুতুবপুরে সরকারি জায়গায় ঈদগাহ নির্মাণ নিয়ে বিভ্রান্ত গ্রামবাসী

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদা কার্পাসডাঙ্গার কুতুবপুরে সরকারি জমি দখল করে ঈদগাহ নির্মাণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি জমিতে ঈদের নামাজ আদায় করা হবে না বলে ফতোয়া দিচ্ছেন এলাকার একটি পক্ষ। ফলে স্থানীয় এলাকাবাসী পড়েছে বিভ্রান্তির মধ্যে। ঈদগাহ নির্মাণের পক্ষে-বিপক্ষে গ্রামজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনার ঝড়।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কুতুবপুর গ্রামে ঈদ জামাতের ইমাম ও দলাদলি নিয়ে বিরোধ সৃষ্টি হয় গ্রামবাসীর মধ্যে। ফলে গ্রামবাসী দুই পক্ষে বিভক্ত হয়। একপক্ষের লোকজন নতুন করে ৪নং মুন্সিপুর মৌজার ৩১৩৫ দাগের ১১শতক জমি মুন্সিপুর বিজিবি ক্যাম্পের সামনে সরকারি খাসজমি দখল করে ঈদের নামাজ আদায় করে আসছেন। প্রায় এক-দেড় বছর ধরে খাসজমিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও এখন সরকারি জমিতে নামাজ হবে না বলে প্রচার করছে গ্রামের একটি পক্ষ। এর ফলে স্থানীয় মুসল্লিদের মধ্যে বিভ্রান্তের সৃষ্টি হয়েছে। এদিকে দখলকৃত ঈদগাহ মাঠের জমি কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের নিজস্ব সম্পত্তি। স্থানীয় প্রভাবশালীরা চেয়ারম্যানের কাছে অনুমতি বা লিখিত না নিয়েই চলতি বছরে ঈদগাহ নির্মাণের জন্য ওই জমির মাটি ভরাট করে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ১১ শতক জমি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিলো। স্থানীয় কিছু লোকজন আমাকে বিষয়টি জানিয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অবগত করেছি।

Leave a comment