চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ইফতার মাহফিল

 

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা জেলা জজশিপের ইফতার মাহফিল গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম নাজির আহম্মেদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় চাঁদ মোহাম্মদ আলীম আল রাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, যুগ্ম জেলা ও দায়রা জজ আব্দুর রহিম ও তপন রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম, সিনিয়র সহকারী জজ সদর মো. খায়রুল ইসলাম, সহকারী জজ মো. সেলিম রেজা, সহকারী পুলিশ সুপার ছূফী উল্লাহ, জেলা তথ্য অফিসার আবুবক্কর সিদ্দিক, পাবলিক প্রসিকিউটর অ্যাড. শামশুজ্জোহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহজাহান মুকুল, সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, বারের জিপি মোল্লা আব্দুর রশীদ, জজশিপের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আশরাফ, নাজির আব্দুল সেলিম, ওসমান গনি ও জহুরুল ইসলামসহ জজশিপের কর্মচারীবৃন্দ।

বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গার খাড়াগোদায় ব্র্যাক শাখার উদ্যোগে কার্যালয়ের ছাদের ওপর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, ম্যানেজার শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার আইয়ুব আলী, অফিস প্রধান নাইচ খাতুন, ডাক্তার জসিম উদ্দীন, ডাক্তার হাফিজ প্রমুখ।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাট চত্বরে স্থানীয় যুবলীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউপি মেম্বার ওহিদ আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান কবীর, যুবলীগ নেতা চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাজ্জাদুল ইসলাম খান স্বপন, অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু, জাসদ নেতা মোয়াজ্জেম হোসেন প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন সালাউদ্দীন। সার্বিক সহযোগিতায় ছিলেন আবু কোহাক, শহিদুল, জসিম, ফিরোজ, জুয়েল রানা, খিল্লাল, বাচ্চুসহ স্থানীয় আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা পৌর বিএনপির ৬ নং ওয়ার্ড শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেমনগর স্কুল চত্বরে অনুষ্ঠিত মতবিনিময়সভা, ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাহারুল ইসলাম, হাবিবুর রহমান বুলেট, ইকবাল হোসেন, হাজি মুনসুর মণ্ডল, নজির আহম্মেদ, আজিজুল হক, মোমিনুল ইসলাম, একরামুল হক, কাদের, পিয়ার আলী, জালাল উদ্দিন, শফিউল্লাহ, জাহান আলী, হাসু, আরাফাত হোসেন, লিংকন, লুতফর রহমান, রেজাউল ইসলাম, টুটুল শাহ, সোহেল তরফদার প্রমুখ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনীতে ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে চৌগাছা দরুল ইয়াতিম এতিমখানায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারপূর্ব আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীব, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসিব, যুগ্মসম্পাদক মিলন হোসেন, পৌর ছাত্রলীগ সহসভাপতি আশিকুল ইসলাম পিন্টুসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। পরে দোয়া মোনাজাত ও ইফতার অনুষ্ঠিত হয়।

 

 

Leave a comment