স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর ও কোরবানির পশু জবাই নিশ্চিতকরণ উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস।
সভায় অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এসএম ইস্রাফিল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফুল আলম, এনএসআই’র উপ-পরিচালক ইকবাল, সহকারী কমিশনার পাপিয়া আক্তার, সুচিত্র রঞ্জন দাস, ফকরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ সিদ্দিক, জেলা সামাজিক বন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল হকসহ আরও অনেকে।
সভায় পবিত্র পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের সৌন্দয্যবর্ধণ করতে গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা, যেখানে সেখানে পশু জবাই না করা, পরিস্কার পরিছন্নতাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কোরবানির পশু জবাই নিশ্চিতকরণ বিষয়ে গঠনমূলক আলোচনা করেন অতিথিবৃন্দ।