আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বাবুপাড়ার চিহ্নিত মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। সে মাদকদ্রব্য আইনের একাধিক মামলার আসামি।
জানা গেছে, আলমডাঙ্গা শহরের বাবুপাড়ার চিহ্নিত মাদকব্যবসায়ী আমিরুল ইসলাম। পার্শ্ববর্তী দূর্লভপুর গ্রামে বাড়ি হলেও আমিরুল বেশ কয়েক বছর ধরে আলমডাঙ্গা শহরের বাবুপাড়ায় বসবাস করে আসছে। সে মাদকদ্রব্য আইনের একাধিক মামলার আসামি। গতকাল রোববার এ আই আবুল খায়ের তাকে বাবুপাড়া থেকে গ্রেফতার করেছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।