আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পৃথক ২টি গ্রামে আরও ২ মানবপাচার মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পারদুর্গাপুরের দালাল আব্দুল খালেকের সহযোগী আওয়াল ও বেলগাছি গ্রামের সুজা উদ্দীন ওরফে মানিক মালিথাকে পুলিশ গত পরশু শুক্রবার রাতে গ্রেফতার করেছে। মানবপাচার ও বৈদেশিক কর্মসংস্থান আইনে তার নামে আলমডাঙ্গা থানায় মামলা রয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার পারদুর্গাপুরের আরমান আলীর ছেলে আব্দুল খালেককে গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানার এসআই আফজাল হোসেন গ্রেফতার করেছেন। আব্দুল খালেকের গ্রেফতারের পর পুলিশ আব্দুল খালেকের অপর সহযোগী একই গ্রামের আকমল আলীর ছেলে আওয়ালকেও একই রাতে গ্রেফতার করে। আব্দুল খালেক ও আওয়াল প্রায় আড়াই মাস আগে উপজেলার বেগুয়ারখালী গ্রামের লাল্টুর ছেলে রশিদুল ও একই গ্রামের তুফান আলীর নিকট থেকে সাড়ে ৪ লাখ টাকা করে নিয়ে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে দুজনকে আটকে রেখে নির্যাতন করে। পরে তাদের পরিবারের নিকট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। পরে কৌশলে তাদেরকে সেদেশের পুলিশের হাতে তুলে দেয়। তারপর থেকে আর রশিদুল আর তুফানের কোনো খোঁজ পাচ্ছে না তাদের পরিবার। গত ১৫ জুন রশিদুলের পিতা লাল্টু দালাল আব্দুল খালেকের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় বৈদেশিক কর্ম সংস্থান আইনে ও তুফানের স্ত্রী ময়না খাতুন মানবপাচার আইনে পৃথক ২টি এজাহার দায়ের করেন। সে মামলা দুটিতে আব্দুল খালেক ও আওয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল শনিবার তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, গত শুক্রবার রাতে বেলগাছি গ্রামের আনোয়ার মালিথার ছেলে সুজা উদ্দীন ওরফে মানিক মালিথাকে পুলিশ গ্রেফতার করেছে। মানিক মালিথা তার ভাগ্নের দায়েরকৃত মানবপাচার মামলার ওয়ারেন্টভূক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে। তাকেও গতকাল শনিবার সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।